স্কয়ার ফার্মার কারখানায় আগুন
প্রকাশিত : ১৫:৫৮, ২৩ মে ২০২২ | আপডেট: ১৬:০০, ২৩ মে ২০২২
গাজীপুরের কালিয়াকৈরের স্কয়ার ফার্মাসিটিক্যালসের কারখানার একটি নতুন ইউনিটে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
সোমবার (২৩ মে) দুপুর সোয়া ১২টার দিকে কারখানায় আগুন লাগে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইফুল ইসলাম জানান, আজ দুপুর সোয়া ১২টার দিকে কারখানার লার্জ ভলিউম প্যারেন্টালে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
পরে আগুনের ব্যাপকতার কারণে মির্জাপুর, সাভার ইপিজেডের আরও ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
এএইচ
আরও পড়ুন