ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

মেহেরপুর  প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:২২, ২৩ মে ২০২২ | আপডেট: ১৮:০২, ২৩ মে ২০২২

মেহেরপুরের গাংনীতে জমি সংক্রান্ত বিরোধ ও লেবু গাছের ডাল কাটাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই খলিল বিশ্বাসের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খলিল গাংনী উপজেলার হিন্দা গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে। 

নিহত খলিল বিশ্বাসের মেয়ে পারভিনা খাতুন জানান, গত শনিবার বাড়ির পাশে লেবু গাছের ডাল কাটা নিয়ে ছোট চাচা হবিবর রহমানের সাথে তার বাবা খলিল বিশ্বাসের বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে হবিবরের তার হাতে থাকা লাঠি দিয়ে বেধড়ক মারধর করে বাবাকে। পরিবারের সদস্যরা ও স্থানীয় লোকজন আহত খলিল বিশ্বাসকে উদ্ধার করে প্রথমে গাংনী হাসপাতালের ভর্তি করে। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মেহেরপুর জেনারেল
হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের বাড়িতে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হচ্ছে। নিহতের ছোট ভাই হবিবর পলাতক থাকায় তাকে গ্রেফতারের অভিযান চলছে। আশা করছি শীঘ্রই ধরা পড়বে। হত্যাকাণ্ডের ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেআই// 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি