ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

আত্রাইয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০৬, ২৩ মে ২০২২ | আপডেট: ১৮:১৯, ২৩ মে ২০২২

নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় ৬০ বছর বয়সের অজ্ঞাতনামা বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৩টার দিকে আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, গতকাল বিকেলে ঢাকাগামী আন্ত:নগর লালমনি এক্সপ্রেস ট্রেন আত্রাই রেলস্টেশনে অতিক্রম করছিল। এসময় ওই ব্যক্তি রেললাইনের পশ্চিম থেকে পূর্ব দিকে প্লাটফরমে উঠার চেষ্টাকালে চলন্ত ট্রেনের ধাক্কায় ছিঁটকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

সান্তাহার রেলওয়ে জিআরপি থানার ওসি শাকিউল আজম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মরদেহ উদ্ধারসহ থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি