ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:৩৯, ২৩ মে ২০২২

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় একটি পোশাক কারখানার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নুর গ্রুপের রায়হান নিট কম্পোজিট নামে ওই কারখানার ফেব্রিক্সের গুদামে আগুনের সূত্রপাত হয়। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আগুন নেভাতে গিয়ে কয়েকজন শ্রমিক আহত হয়েছে। আগুনে কাপড় ও অন্যান্য মালামাল পুড়ে গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, বিকেল ৩টার দিকে গাজীপুরের চন্দ্রায় নুর গ্রুপের রায়হান নিট কম্পোজিট নামে একটি কারখানার ৪ তলায় ফেব্রিক্সের গুদামে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে গাজীপুর, কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে তাদের সম্মিলিত চেষ্টায় প্রায় ১ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি