ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ট্রাক চাপায় স্ত্রী নিহত, গুরুতর আহত স্বামী

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৯, ২৪ মে ২০২২

Ekushey Television Ltd.

বরিশালে সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত এবং স্বামী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

মঙ্গলবার সকালে বরিশাল-গোপালগঞ্জ মহাড়কের আগৈলঝাড়া উপজেলার পূর্ব সুজনকাঠী বাবনউদ্দিন তালুকদার নেসারিয়া এতিমখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। 

পতিহার গ্রামের ভ্যানচালক মান্নান সরদারের স্ত্রী রওশনা বেগম ঘটনাস্থলে নিহত হয়েছেন এবং আহত স্বামী ভ্যানচালক মান্নান সরদারকে বরিশার সেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই আলী হোসেন এবং স্থানীয়রা জানান, ভ্যানচালক দম্পত্তি ছাগল নিয়ে পতিহার থেকে রাজিহার যাওয়ার সময় তাদের ভ্যানটিকে ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে ভ্যানচালক দম্পত্তির স্ত্রী মারা যান এবং স্বামী গুরতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি