ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভালুকায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সভা

ময়মনসিংহ প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:৪৮, ২৪ মে ২০২২

Ekushey Television Ltd.

ভালুকার হবিরবাড়ীতে সংবাদ সংগ্রহের সময় টেলিভিশন এর সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে ভালুকা উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দরা। অন্যথায় সাংবাদিক সমাজ রাজপথে নামতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছে সাংবাদিক নেতারা।

সোমবার (২৩ মার্চ) সন্ধায় ভালুকা উপজেলা প্রেসক্লাবে প্রতিবাদ সভায় সাংবাদিক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে আইন প্রয়োগকারী সংস্থার প্রতি ওই দাবি জানিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন। সেই সঙ্গে বনের জমিতে অবৈধ স্থাপনা নির্মাণে বন কর্মকর্তাদের নীরবতা নিয়েও প্রশ্ন তুলেন সাংবাদিক নেতৃবৃন্দ।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ভালুকা উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খন্দকার মুহাম্মদ শামীম, এশিয়ান টিভির ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি এম এ হুসাঈন বিনয়, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি(ময়মনসিংহ দক্ষিণ) নজিবুল হোসেন নেভী, সাংবাদিক কাজী জাহাঙ্গীর আলম, জিহাদ হোসেন, হুমায়ন আহম্মেদ সৃজন, আদ্রিয়া রুম্পা, তাপস দেবনাথ, বরকত উল্যাহ, জাহাঙ্গীর আলম, সিপন রানা প্রমুখ।

উল্লেখ্য, গত রোববার (২২ মে) দুপুরে ভালুকা উপজেলার হরিবাড়ীর খন্দকার পাড়ার ৮২৯ দাগে বনের জমি দখলের খবর সংগ্রহ করতে এশিয়ান টিভির ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি এম এ হুসাঈন বিনয়, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি (ময়মনসিংহ দক্ষিণ) নজিবুল হোসেন নেভীসহ তাদের ক্যামেরাম্যান ভিডিও করতে গেলে ভূমি দালাল হিসিবে পরিচিত ইমতিয়াজ আহম্মেদ শরীফ (২৮) শাকিল (২৫)সহ তাদের সাঙ্গপাঙ্গরা তাদের উপর হামলা চালিয়ে ক্যামেরা ছিনিয়ে নিয়ে ওই সাংবাদিকদের অবরুদ্ধ করে রাখে পরে জরুরি পুলিশ সেবা-৯৯৯ এ ফোন করলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন। 

এ ঘটনায় সাংবাদিক নেভী বাদী হয়ে ৭ জনকে আসামী করে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করেন। ভুক্তভোগী সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ভুগছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি