ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

শার্শায় ভারতীয় রুপা ও মোটরসাইকেলসহ আটক ১ 

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫৬, ২৪ মে ২০২২

যশোরের শার্শা সীমান্ত থেকে ৮ কেজি ৩০০ গ্রাম ভারতীয় রুপা ও একটি মোটরসাইকেলসহ জসিম উদ্দিন (৩৯) নামে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ মে) বিকেলে উপজেলার গোগা-সাতমাইল রোডের বসতপুর ফুলতলা মোড় থেকে এ রুপার চালানটি আটক করে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ। আটক জসিম উদ্দিন উপজেলার গোগা গাজীপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, রুপা পাচারের গোপন খবরে গোগা-সাতমাইল রোডের বসতপুর ফুলতলা নামক স্থানে অভিযানে চালিয়ে একটি মোটরসাইকেলসহ জসিমকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় রাখা ৮ কেজি ৩০০ গ্রাম ভারতীয় রুপা উদ্ধার করা হয়।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ এস আই সাইফুল ইসলাম জানান, আটক আসামীর বিরুদ্ধে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হবে বলে তিনি জানান। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি