ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

শার্শায় গাঁজা-ফেনসিডিলসহ মাদক কারবারী আটক

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ২২:৩৩, ২৪ মে ২০২২

যশোরের শার্শার উলাশি এলাকা থেকে ৬ কেজি ৪০০ গ্রাম ভারতীয় গাঁজা ও ৭৮ বোতল ফেন্সিডিলসহ মঞ্জু ইসলাম (৩২) নামে একজন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১ এর সদস্যরা। এ সময় মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

মঙ্গলবার দুপুরে তাকে হাতেনাতে আটক করে র‌্যাব সদস্যরা। আটক মঞ্জু ইসলাম বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রামের মৃত জানে আলমের ছেলে।

র‌্যাব যশোরের কোম্পানি কমান্ডার লে. এম নাজিউর রহমান জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, শার্শা থানার উলাশি নামক এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য কেনা-বেচার জন্য অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে র‌্যাবের সাতক্ষীরার একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে মঞ্জু ইসলামকে আটক করে। 

এ সময় তার কাছ থেকে ৬ কেজি ৪০০ গ্রাম ভারতীয় গাঁজা, ৭৮ বোতল ফেন্সিডিল, নগদ টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত মাদকসহ আটক আসামিকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান। 
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি