ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

বেনাপোলে যাত্রীর পেটে পাওয়া গেল ৩টি স্বর্ণের বার

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫১, ২৫ মে ২০২২

ভারতে স্বর্ণ পাচারকালে বেনাপোল সীমান্তে দুই বাংলাদেশি যাত্রীকে আটক করেছে এনএসআই ও শুল্ক গোয়েন্দা সদস্যরা। এসময় তাদের পেট থেকে কালো টেপে মোড়ানো ৩ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বুধবার (২৫ মে) সকালে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন শরীয়তপুর জেলার পালং থানার সোলপাড়া গ্রামের নুরুজ্জামান খানের ছেলে ফাহাদ উজ জামান খান (২১) ও একই এলাকার কাশেম খানের ছেলে নান্টু খান (২৩)। তাদের পাসপোর্ট নম্বর যথাক্রমে এ-০৩৫২৪৬১৯ ও এ-০০২৫৩৪৪৮।

বেনাপোলে দায়িত্বরত এনএসআই’র সহকারী পরিচালক ফরহাদ হোসেন জানান, ভারতে স্বর্ণ পাচার হবে এমন গোপন তথ্যের ভিত্তিতে এনএসআই ও শুল্ক গোয়েন্দা সদস্যরা চেকপোস্ট ইমিগ্রেশনে যৌথ তল্লাশি চালিয়ে সন্দেহভাজন ওই দুই যাত্রীকে আটক করে। পরে তাদের স্থানীয় রজনী ক্লিনিকে নিয়ে এক্সরে করলে পেটে স্বর্ণের বার সাদৃশ্য বস্তু দেখতে পাওয়া যায়। 

পরে তাদের পেট থেকে কালো টেপে মোড়ানো ৩ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৩৫০ গ্রাম।

আটককৃতদের বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান ফরহাদ হোসেন।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি