ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ আঁতশবাজিসহ আটক ৩ 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩০, ২৫ মে ২০২২ | আপডেট: ২০:১৫, ২৫ মে ২০২২

ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ডভ্যান ভর্তি বিপুল পরিমাণ আঁতশবাজিসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের সুলতানপুর চৌমুহনী এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন জেলার সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউপির পয়াগ নরসিংসার গ্রামের ইদ্রিস আলীর ছেলে সাগর মিয়া (৩২), শহরের ফুলবাড়িয়া এলাকার জাহের হোসেনের ছেলে আহাদ (২২) ও শফিকুলের ছেলে আরিফুল (১৮)। 

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপ-পরিদর্শক আব্দুস সবুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সুলতানপুর চৌমুহনী এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় তথ্য অনুযায়ী বিভিন্ন খাদ্য পণ্যের স্টিকার লাগানো একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালানো হয়। এ সময় আনুমানিক ২০ লাখ টাকার বিভিন্ন ধরণের আঁতশ ও পটকাসহ ৩ জনকে আটক করা হয়। তারা ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী কসবা থেকে এসব আঁতশবাজি সংগ্রহ করে রাজধানী ঢাকা’র উদ্দেশ্যে যাচ্ছিল। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি