ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সিলেটে বন্যার্তদের মাঝে সীমান্ত হাসানের ত্রাণ বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৯, ২৫ মে ২০২২ | আপডেট: ২০:৪৩, ২৫ মে ২০২২

Ekushey Television Ltd.

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি সীমান্ত হাসানের নিজ অর্থায়নে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে সিলেটের বিভিন্ন স্থানে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সিলেটের কানাইঘাট, চৌগরি বাজার, চান্দরবাজার, কান্দিগাও, লালারচর, মেহেন্দিবাগ, গোলাপ পয়েন্ট রুইগো, টিকরপাড়া, রান্দাবাজার সহ বিভিন্ন স্থানে ট্রাক ও ট্রলার যুগে ঘুরে ঘুরে বন্যায় পানিবন্দি মানুষের দ্বারে দ্বারে এসব ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হয়। 

এসময় তিনি বন্যার্তদের সুখ-দুঃখের কথা শুনে সকল বিত্তবান লোকদের অসহায় ও দরিদ্রের পাশে দাঁড়ানোর আহবান জানান। 

সীমান্ত হাসান বলেন, এমন একটি মুহুর্তে সবাইকে এগিয়ে আসা দরকার। আমরা সবাই যদি অসহায় ভানবাসি এসব মানুষদের পাশে দাঁড়াই অন্তত তাদের জীবনটা রক্ষা পাবে। অনেকের ঘর বাড়ি ডুবে গেছে। ঘরে খাবার নাই। সকল বিত্তবানদের তাদের পাশে দাঁড়াতে এগিয়ে আসার অনুরোধ জানাই।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি