ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০৯, ২৬ মে ২০২২ | আপডেট: ১৩:১২, ২৬ মে ২০২২

সিরাজগঞ্জের তাড়াশে চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (২৬ মে) সকালে তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের বারুহাস-তাড়াশ আঞ্চলিক সড়কের হেদারখাল ব্রীজের কাছে থেকে অটোচালকের মরদেহ উদ্ধার করা হয়। 
নিহত অটোচালক বারুহাস ইউনিয়নের সান্দ্রা গ্রামের আব্দুল আজিজের ছেলে ইসলাম সরকার (২৯)।

বারুহাস ইউপি চেয়ারম্যান মইনুল হক জানায়, নিহত অটোচালক ইসলাম সরকার বুধবার (২৫ মে) সন্ধ্যার দিকে বারুহাস বাজার থেকে যাত্রী নিয়ে সিংড়ার তৃষিখালী মাজারের উদ্দ্যেশে রওনা হয়। এরপর রাতে বাড়িতে না ফেরার কারণে পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি করতে থাকেন। পরে বৃহস্পতিবার সকালে তাড়াশ-বারুহাস আঞ্চলিক সড়কের হেদারখাল নামক এলাকায় আবুলের ব্রীজের পাশে হাত ও পা বাধা অবস্থায় মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে ও আমাকে খবর দেন। পরে আমরা ঘটনার স্থলে গিয়ে লাশ পরে থাকতে দেখতে পাই। তারপর পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়ে দেয়। 

তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে বুধবার রাতের কোন এক সময় ইসলামের ইজিবাইক ভাড়া করে দুর্বৃত্তরা। তারা তাড়াশ-বারুহাস আঞ্চলিক সড়কের আবুল ব্রীজ এলাকা পৌঁছে ইজিবাইক চালকের হাত পা বেঁধে হত্যা করে ইজিবাইক নিয়ে চলে যায়। 

এই ঘটনার সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় পুলিশ কর্মকর্তা।
আরএমএ/ এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি