ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাগেরহাটে হরিণের দুটি চামড়া ও সিং উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪০, ২৬ মে ২০২২

Ekushey Television Ltd.

বাগেরহাটের শরণখোলা থেকে হরিণের দুটি চামড়া ও একজোড়া সিং উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।  

বৃহস্পতিবার (২৬ মে) ভোররাতে উপজেলার উত্তর রাজাপুর গ্রামের সৌদি প্রবাসি আবুল হোসেন খানের নির্মানাধীন বাড়ি থেকে এসব উদ্ধার করা হয়। প্রতিপক্ষকে ফাঁসাতে একটি চক্র ওই চামড়া ও সিং রেখেছে বলে ভুক্তভুগী পরিবার সহ এলাকাবাসীর অভিযোগ।

আবুল বাশার খানের ভাই রহিম খান জানান, তারা তিন ভাই সৌদি প্রবাসি। তাদের প্রতিবেশি সুলতান মাষ্টারের ছেলে মিরাজ খানকে আমরা সৌদি নিয়ে যাই। সৌদি নেয়ার পরে আকামা নিয়ে তাদের সাথে বিরোধ সৃষ্টি হয়। এরই জের হিসেবে আমাদের ফাঁসাতে এ কাজ করা হয়েছে।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি দল শরণখোলার উত্তর রাজাপুর গ্রামের আবুল হোসেনর নির্মানাধীন বাড়ি তে পলিথিন ও কাপড় দিয়ে পেচানো দুটি চামড়া ও দুটি সিং উদ্ধার করা হয়। কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য  এধরনে কাজ করা হচ্ছে কিনা সে বিয়ষটি তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, হরিণের চামড়া ও শিং আপতত জেলা পুলিশের কাছে সংরক্ষিত থাকবে। আদালতের নির্দেশে শিং ও চামড়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এসি
 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি