ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

প্রেমিকের বিয়ের খবরে কলেজছাত্রীর আত্মহত্যা

কুয়াকাটা ও কলাপাড়া সংবাদদাতা

প্রকাশিত : ১৮:৩৬, ২৬ মে ২০২২

Ekushey Television Ltd.

পটুয়াখালীর মহিপুরে প্রেমিকের অন্যত্র বিয়ের খবরে তানিয়া আক্তার নামের এক কলেজ শিক্ষার্থী বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকালে মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের নয়াকাটা গ্রামের নিজ বাড়িতে ওই শিক্ষার্থী ট্যাবলেট সেবন করে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপালে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। 

নিহত তানিয়া ধুলাসার আলহাজ্ব জালাল উদ্দিন ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তার বাবার নাম মাহাতাব গাজী।

নিহতের মা শামসুন্নাহার জানান, মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের আলিপুর বাজারের নাহিদ নামে এক ছেলের সঙ্গে তানিয়ার দীর্ঘ দিনের সম্পর্ক ছিল। সেই ছেলের বিয়ের খবরে বৃহস্পতিবার সকালে তানিয়া বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়েছে।

মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের আত্মহত্যার খবর নিশ্চিত করে বলেন, হতভাগ্য কলেজ ছাত্রী প্রেমিকের বিয়ের খবরে বিষাক্ত ট্যাবলেট খেয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। 

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি