ঢাকা, মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নড়াইলে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১৯:১০, ২৬ মে ২০২২

Ekushey Television Ltd.

নড়াইলের নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের চরবল্লাহাটি গ্রামের এক কাশবন থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ মে) রাত সাড়ে ৮টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।   

বিষয়টি নিশ্চিত করে নড়াগাতী থানার ওসি সুকান্ত সাহা জানান, চরবল্লাহাটি গ্রামে আঠারোবাকী নদীর পাশের কাশবন থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। 

তিনি বলেন, ওই এলাকার বাচ্চু মোল্যার পাটক্ষেতের দক্ষিণ পাশের কাশবনে মরদেহটি দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি