ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

মাঙ্কিপক্স প্রতিরোধে আখাউড়া স্থলবন্দরে বাড়তি সতর্কতা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৪২, ২৬ মে ২০২২

করোনা মহামারীর প্রকোপ কমতে না কমতেই বিশ্বজুড়ে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে আরেক সংক্রমণ রোগ মাঙ্কিপক্স। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে অতি সংক্রামক রোগটি। এখনও পর্যন্ত বিশ্বের মোট ১৯টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাসটি। 

বাংলাদেশে এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে প্রতিটি স্থল, নৌ এবং বিমানবন্দরে করোনার পাশাপাশি বাড়তি সতর্কতা নেয়ার জন্য নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এরই অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট বাড়তি সতর্কতা অবলম্বন করছে জেলা স্বাস্থ্য বিভাগ। 

সরজমিনে গিয়ে দেখা গেছে, করনোর পাশাপাশি মাঙ্কিপক্স-এর জন্য বাড়তি সর্তকতা নিয়ে ভারত থেকে আসা পাসপোর্টধারী যাত্রীদের মেডিকেল চেক আপ করা হচ্ছে। কোনো যাত্রীর শরীরে মাঙ্কিপক্সের কোনো লক্ষণ আছে কিনা, সেই দিকে বিশেষ নজরদারি রাখছেন এখানে কর্তব্যরত চিকিৎসকরা। 

এই স্থলবন্দর দিয়ে প্রতিদিন ২০০-৩০০ জন যাত্রী আসা যাওয়া করেন। যার জন্য এই স্থলবন্দরে মাঙ্কিপক্স ভাইরাস নিয়ে বিশেষ সর্তকর্তা অবলম্বন করা হচ্ছে। 

চেকপোস্ট কর্তব্যরত মেডিকেল অফিসার ডাক্তার ইকরাম চৌধুরী বলেন, স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মত আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ইমিগ্রেশন চেকপোস্টে একজন এমবিবিএস ডাক্তার নিয়মিত নিয়োজিত রেখেছি। পাসপোর্টধারী যাত্রীদের আমরা নিয়মিত মেডিকেল চেকআপ করছি। মাঙ্কিপক্সের যেসব লক্ষণ রয়েছে, সেইগুলোর উপর ভিত্তি করে আমরা যাত্রীদের চেকআপ করছি। কোনো যাত্রীর শরীরে মাঙ্কিপক্সের লক্ষণ থাকলে আমরা তাৎক্ষণিক আইসোলেশনের ব্যবস্থা গ্রহণ করব। 

এ ব্যাপারে আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হিমেল খান বলেন, মাঙ্কিপক্স বিষয়ে আমরা একটা নির্দেশনা পেয়েছি। নির্দেশনা মোতাবেক আমাদের একটি মেডিকেল টিম স্থলবন্দরে কাজ করছে। কোনো যাত্রীর মধ্যে এ ধরণের লক্ষণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি