ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সিংড়ায় সেতু থেকে পড়ে প্রতিবন্ধি যুবকের মৃত্যু

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১১:২৭, ২৭ মে ২০২২

Ekushey Television Ltd.

নাটোরের সিংড়ায় ব্রীজের রেলিং থেকে পড়ে সাগর আলী (২০) নামে এক প্রতিবন্ধি যুবকের মৃত্যু হয়।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের জোলারবাতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর আলী সিংড়া বাসষ্ট্যান্ড এলাকার আব্দুল মান্নানের ছেলে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে সিংড়া বাজারের মেসার্স সাগর সু-ষ্টোরের স্বত্বাধিকারী আব্দুল মান্নান ও তার ছেলে সাগর আলী দোকানের বকেয়া টাকা উত্তোলণ করে মোটর সাইকেলে করে সিংড়া ফিরছিলেন। পথে নাটোর-বগুড়া মহাসড়কের জোলারবাতা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এসময় নিহত সাগর ব্রীজের রেলিং-এ গিয়ে বসে। এসময় হঠাৎ ব্রীজের রেলিং থেকে সাগর নিচে পানিতে পড়ে যায়। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধা ঘন্টা অনুসন্ধান চালিয়ে সাগরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’’

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি