ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ঝড়ে লণ্ডভণ্ড মাদ্রাসা, খোলা আকাশের নিচে শিক্ষক-শিক্ষার্থী

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১২:২১, ২৭ মে ২০২২

ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে নড়াইল পৌর এলাকার খাদেমুল ইসলাম নামের একটি মাদ্রাসা। বৃহস্পতিবার (২৬ মে) রাত ৮টার দিকে আসা ঝড়ে এই ঘটনা ঘটে। 

এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা। ঝড়ে টিনের ছাউনি উড়ে যাওয়ার পাশাপাশি ইটের গাঁথুনিও ভেঙ্গে পড়েছে। এজন্য মাদ্রাসার আসবাবপত্র, ধর্মীয় বইসহ অন্যান্য জিনিসপত্র নষ্ট হয়ে গেছে।

শিক্ষার্থীরা জানায়, কিছু বুঝে ওঠার আগেই অল্প সময়ের মধ্যে মাদ্রাসার ছাউনি যাওয়ার পাশাপাশি ভিত্তি ভেঙ্গে পড়েছে। এ সময় কয়েকজন ছাত্র আহত হয় বলেও জানায় তারা।

প্রধান শিক্ষক মাওলানা রেজাউল করিম বলেন, ‘‘ঝড়ের সময় মাদরাসায় ছিলাম না। খবর পেয়ে এসে দেখি ছাউনি প্রায় দেড়শ ফুট দুরে গিয়ে পড়েছে। মাদরাসায় ৩২ জন আবাসিক.ছাত্র এবং তিনজন শিক্ষক আছেন। সবাই এখন খোলা আকাশের নিচে রয়েছে।’’ 

পৌর মেয়র আঞ্জুমান আরা বলেন, ‘‘ক্ষতিগ্রস্থ মাদ্রাসাটি পরিদর্শন করেছি। আমার সাধ্যমতো সহযোগিতা করব।’’

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘‘ক্ষতিগ্রস্থ মাদরাসাটি পুনঃনির্মাণে সহযোগিতা করা হবে।’’ 

২০২০ সালে প্রতিষ্ঠিত মাদরাসাটিতে হেফজ, নুরানী ও জামাত বিভাগ রয়েছে।

এমএম/  


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি