ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

মেহেরপুর পৌর-ইউপি নির্বাচনে প্রার্থীদের প্রতিক বরাদ্দ

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৫৪, ২৭ মে ২০২২

আগামী ১৫ই জুন মেহেরপুর পৌরসভা সহ ৪টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ওই নির্বাচন উপলক্ষে শুক্রবার সকাল দশটার দিকে জেলা নির্বাচন অফিসারের সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া হয়। 

প্রতিক বরাদ্দ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা রিটার্ণিং অফিসার (চুয়াডাঙ্গা জেলা নির্বাচন কর্মকর্তা) তারেক আহাম্মেদ। 

এই সময় মেহেরপুর পৌরসভার মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী সদস্যদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া হয়। একই সময়ে সদর উপজেলার শ্যামপুর, পিরোজপুর, আমঝুপি ও বাড়াদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীদের মাঝেও প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে।
 
জেলা রিটার্ণিং অফিসার তারেক আহাম্মেদ বলেন, ‘‘প্রার্থীদের আচরণ বিধি মেনে প্রচার প্রচারণা চালাতে হবে। নির্বাচনের মাঠে ৫জন সহকারী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আইনশৃঙ্খলা বাহীনি টিম নির্বাচনি এলাকাগুলোতে দায়ীত্ব পালন করবেন।’’ 

শুক্রবার দুপুর ৩টা থেকে প্রচার প্রচারণা চালাতে পারবেন বলে জানান তিনি। 

এছাড়া মেহেরপুর পৌরসভায় নির্বাচনি কেন্দ্রে এবং বুথগুলোকে সিসি ক্যামেরার আওয়ায় আনা হবে বলেও নির্বাচনী অফিস সূত্রে জানানো হয়েছে।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি