ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

পেট্রোল ঢেলে স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ 

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০০, ২৭ মে ২০২২

পটুয়াখালীর দুমকিতে ঘুমন্ত স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে স্বামী জলিলের (৩২) বিরেদ্ধে। 

বৃহস্পতিবার দিবাগত রাত দুইটায় উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ধোপরহাট গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ইতি আক্তার (২৬) ওই এলাকার আবদুল মান্নান খানের মেয়ে। 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৭ বছর আগে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার নুর আলীর ছেলে জলিলের সঙ্গে বিয়ে হয় ইতি আক্তারের। তাদের একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে ইতিকে মারধর করে আসছিল জলিল। অত্যাচার সহ্য করতে না পরে প্রায় ৫ বছর আগে ইতি বাবার বাড়ি চলে আসে।

সবশেষ এক সপ্তাহ আগে স্বামীকে ডিভোর্স দেয় ইতি। এরপর গভীর রাতে জলিল শ্বশুর বাড়িতে পৌঁছে ঘুমন্ত ইতির শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। বিষয়টি ইতির বাবা দেখে ফেললে জলিল দৌড়ে পালিয়ে যায়। 

দুমকি থানার ওসি আবদুল সালাম জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি