ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৩৬, ২৮ মে ২০২২

Ekushey Television Ltd.

গাজীপুরের মৌচাক রেল স্টেশন এলাকায় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকার সাথে বঙ্গবন্ধু সেতু রেল লাইনের ট্রেন চলাচল বন্ধ চলাচল বন্ধ হয়ে যায়।

শুক্রবার ৯টা ৩৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে বিভিন্ন স্টেশনে আটকা পড়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

দুর্ঘটনার ফলে কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ জয়দেবপুর রেলস্টেশনে, ঢাকাগামী ‘জামালপুর এক্সপ্রেস’ মির্জাপুর স্টেশনে দাঁড়িয়ে পড়ে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও খুলনার পথে সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রেজাউল করিম জানান, রাত ৯টা ৩৫ মিনিটের দিকে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটির মৌচাক স্টেশনের আউটার লাইনে ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সাথে  বঙ্গবন্ধু সেতু রেল লাইনের সরাসরি টেন চলাচল বন্ধ রয়েছে।

জয়দেবপুর রেলওয়ে জংশনসহ বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে বেশ কয়েকটি ট্রেন। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। 

রাত ১২টার পর ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলের দিকে রওনা দিয়ে উদ্ধার কাজ চালায়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি