ঢাকা, শনিবার   ০১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রূপগঞ্জে কুলখানীর অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৯:১২, ২৮ মে ২০২২

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি কুলখানীর অনুষ্ঠানে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ৩ জন।

শুক্রবার বিকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

শিল্পগোষ্ঠী রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, বিকাল ৩টার দিকে নাওড়া গ্রামে মুসা মিয়ার বাড়িতে কুলখানীর অনুষ্ঠানে যোগ দেন তিনি। এর কিছুক্ষণ পর মোশারফসহ তার বাহিনীর লোকেরা সে বাড়ি ঘিরে এলোপাথারী গুলিবর্ষণ, ইটপাটকেল ও টেটা নিক্ষেপ শুরু করেন। 

এসময় তাকে চারদিক থেকে ঘিরে রক্ষা করার চেষ্টা করেন উপস্থিত লোকজন। 

দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হন রংধনু গ্রুপের এমডির ছেলে জিহাদ। এছাড়া ইট পাটকেলের আঘাতে আহত হয়েছেন আরও দু’জন। 

পরে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে রফিকুল ইসলামকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে র‍্যাব-পুলিশ।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি