ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১০:২২, ২৮ মে ২০২২ | আপডেট: ১০:৩৯, ২৮ মে ২০২২

Ekushey Television Ltd.

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ইঞ্জিনসহ দুটি বগি উদ্ধার করা হয়েছে। এর মধ্য দিয়ে ১২ ঘন্টা পর রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

শনিবার (২৮ মে) সকাল সকাল পৌনে দশটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ তথ্য নিশ্চিত করেন মৌচাক রেলস্টেশন মাস্টার মো. শাহিনুল আলম শামীম।

এর আগে, শুক্রবার (২৭ মে) রাত সোয়া ১০টার দিকে মৌচাক রেলস্টেশনের কাছে ইঞ্জিনসহ ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়।  এতে উত্তর ও উত্তর-পশ্চিমবঙ্গগামী রেল চলাচল ১২ ঘন্টা বন্ধ থাকে।

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মাস্টার রেজাউল ইসলাম বলেন, “রাত সোয়া ১০টার দিকে ঢাকাগামী ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনটি মৌচাক স্টেশন পার হলে দুটি বগি লাইনচ্যুত হয়। মেইনলাইন ব্লক থাকায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।”

প্রত্যক্ষদর্শীরা জানায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি মৌচাক স্টেশন পার হওয়ার সময় আউটার লাইনে ইঞ্জিনসহ ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-রাজশাহী, উত্তরবঙ্গ ও উত্তর-পশ্চিমবঙ্গগামী সব ট্রেন চলাচল বন্ধ থাকে। এতে ওই রুট ব্যবহারকারী বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে থেমে থাকে। দুর্ভোগে পড়েন যাত্রীরা। 

খবর পেয়ে ঢাকা উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের এসে রাতেই কাজ শুরু করে। শনিবার সকাল পৌনে দশটার দিকে  ওই উদ্ধার কাজ সমাপ্ত হলে ১২ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এসএ/এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি