হত্যা মামলায় স্বামী-স্ত্রী ও ছেলে গ্রেফতার
প্রকাশিত : ১৬:০৫, ২৮ মে ২০২২
মেহেরপুরের গাংনীর খলিল হত্যা মামলার প্রধান আসামিসহ একই পরিবারের তিনজনকে গ্রেফতার করেছে র্যাব-৬।
শনিবার (২৮ মে) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব।
গ্রেফতারকৃতরা হলেন হিন্দা গ্রামের আবু বক্কর (৫৫), তার স্ত্রী আজিমন খাতুন (৪৫) ও ছেলে সজিব হোসেন (১৯)।
র্যাব জানায়, খলিল হত্যা মামলার আসামিরা কুষ্টিয়া জেলার মিরপুর থানা এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পরে গ্রেফতারকৃত আসামিদের গাংনী থানায় হস্তান্তর করা হয়।
গত ২১ মে শনিবার লেবু গাছের ডাল কাটাকে কেন্দ্র করে গ্রেফতারকৃত আসামি ও তাদের সহযোগীরা খলিল বিশ্বাসকে মারধর করেন। পরে তাকে চিকিৎসার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৩ মে সোমবার তার মৃত্যু হয়।
নিহত খলিল বিশ্বাস গাংনী উপজেলার হিন্দা গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক জানান, আসামিদের মেহেরপুর আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত আসামিদের জেলহাজতে প্রেরণ করেন।
এএইচ
আরও পড়ুন