ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নোয়াখালীতে পিকআপের চাপায় পথচারীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০৯, ২৯ মে ২০২২

Ekushey Television Ltd.

নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পিকআপভ্যানের চাপায় মোসলে উদ্দিন রানা (১৮) নামের এক পথচারী নিহত হয়েছেন। 

শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সোনাইমুড়ী পৌরসভার ভূইয়া বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোসলে উদ্দিন রানা পৌরসভার ৯নং ওয়ার্ড রামপুর এলাকার আবুল কালামের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী।

পুলিশ জানায়, বাড়ি ফেরার পথে আঞ্চলিক মহাসড়কের সোনাইমুড়ী পৌরসভার ভূইয়া বাড়ির সামনের সড়ক পার হওয়ার সময় কুমিল্লা থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির পিকআপভ্যান রানাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান রানা। 

পরে স্থানীয় লোকজন বিষয়টি সোনাইমুড়ী থানায় অবগত করলে থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মৃতদেহ উদ্ধার করে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরি বলেন, রাতে নিহতের লাশ উদ্ধার করা হয়। তবে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

ঘটনার পর পর ঘাতক গাড়িটি পালিয়ে যাওয়ায় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান ওসি।

আরএমএ/এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি