ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৩৮, ২৯ মে ২০২২ | আপডেট: ১৩:৪১, ২৯ মে ২০২২

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজারে ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রোববার বেলা ১২টায় ছয়টি ইউনিটের সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হবিগঞ্জের উপ-সহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রাফি। এর আগে সকাল ৯টা ৫০ মিনিটে বিদ্যুৎকেন্দ্রটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। 

শিমুল মোহাম্মদ রাফি বলেন, “বিদ্যুৎকেন্দ্রের ভেতরে একটি ট্রান্সফরমারে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর বিষয়টি পরিষ্কার জানা যাবে।”

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

এদিকে, অগ্নিকাণ্ডের পরপরই বিদ্যুৎকেন্দ্রের চারপাশে উৎসুক জনতা ভিড় জমায়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে বেশ বেগ পেতে হয়।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি