ঢাকা, সোমবার   ০৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

গুরুদাসপুরে পিকআপের চাপায় শিশু নিহত

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫১, ২৯ মে ২০২২ | আপডেট: ১৫:৫৩, ২৯ মে ২০২২

Ekushey Television Ltd.

নাটোরের গুরুদাসপুরে আম বোঝাই পিকআপের নিচে চাপা পড়ে আছিয়া নামের দুই বছরের একটি শিশু নিহত হয়েছে।

রোববার দুপুরে উপজেলার নাজিরপুরে শিশুটি তার বাড়ির সামনে খেলা করার সময় ঘাতক পিকআপটি তাকে চাপা দেয়। 

এতে ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়। পিকআপটি পুলিশ আটক করলেও চালক ও তার সহকারী পালিয়ে যায়।

নিহত শিশু আছিয়া নাজিরপুর কারিগর পাড়া গ্রামের সুপারির ব্যাপারি সাইফুল ইসলামের মেয়ে।

গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি