সিরাজগঞ্জে পৃথক স্থানে বিদ্যুৎপৃষ্টে ২ জনের মৃত্যু
প্রকাশিত : ১৬:৪১, ২৯ মে ২০২২ | আপডেট: ১৬:৪৪, ২৯ মে ২০২২
সিরাজগঞ্জ শহরের নিরব আবাসিক হোটেলে এক ব্যক্তি এবং তাড়াশে শেয়াল মারার ফাঁদে বিদ্যুৎপৃষ্টে শিশুর মৃত্যু হয়েছে। নিহতদের নাম আব্দুর রাজ্জাক (৪০) পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার মানিকডোবা গ্রামের শফিকুল ইসলাম ছেলে। সে সিরাজগঞ্জে প্রাণ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করতো। অপর ঘটনায় নিহত শিশু জান্নাতি (৭) তাড়াশ উপজেলার তালম গ্রামের শিবপাড়ার জিল্লুর রহমানের মেয়ে।
এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদুর রহমান জানায়, সিরাজগঞ্জ শহরের এস এস রোডস্থ হাফিজ প্লাজার ৪র্থ তলায় অবস্থিত নিরব আবাসিক গেস্ট হাউজের ৪০১ নম্বর কক্ষে আব্দুর রাজ্জাক ছিলেন। রোববার সকালে নিজ কক্ষের বেলকুনিতে গিয়ে মোবাইলে কথা বলছিলেন। এ সময় তার হাতে থাকা স্টিলের একটি পাইপ বেলকুনির বাইরে থাকা বিদ্যুতের তারে লাগে। এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। পরে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
অপর দিকে তাড়াশ থানার এস আই আব্দুস সালাম জানান, খামারি আবু তালেব মুরগি বাঁচাতে শেয়াল মারার জন্য তার খামারের চারপাশে জিআই তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে ফাঁদ পেতে রেখেছিলেন। রোববার ভোরে সেখানে আম কুড়াতে গেলে শিশু জান্নাতি বিদ্যুৎপৃষ্টে ঘটনাস্থলেই মারা যায়।
কেআই//
আরও পড়ুন