ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ 

পিরোজপুর প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:৪৯, ২৯ মে ২০২২

পিরোজপুরের মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। রোববার সকালে ঢাকা-বরিশাল-ভান্ডারিয়া মহাসড়কে যমুনা লইন পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে বরিশালের উজিরপুরে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুইজন ঘটনাস্থলে মারা যায়। 

নিহতদের নাম মো. নজরুল আকন ও তাহমিনা বেগম। এসময় কমপক্ষে আরও ২৫ জন যাত্রী আহত হয়।

নিহত মো. নজরুল আকন (৩৫) মঠবাড়িয়ার টিকিকাটা ইউনিয়নের উত্তর ভেকটি গ্রামের বাসিন্দা এবং একই পরিবারের তাহমিনা বেগম (৩০) রাকিব আকনের স্ত্রী। 

এ ঘটনায় ভান্ডারিয়া উপজেলার আরো দুইজন গুরুতর আহত হয়েছেন। তারা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন ধাওয়া ইউনিয়নের মোঃ জলিল মৃধা ও মো. আনিচ হাওলাদার।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল জানান, বরিশালের উজিরপুরে যমুনা লাইন পরিবহনের বাস দুর্ঘটনায় মঠবাড়িয়া উপজেলার উত্তর ভেচকি গ্রামের একই পরিবারের দুই জন মারা যায়। পরিবারের লোকজন এখনো এ বিষয়ে কোন আইনি প্রক্রিয়া জন্য আবেদন করেনি।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি