ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪১, ৩০ মে ২০২২

লক্ষ্মীপুরের রামগতিতে মাছ ভর্তি পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালক ও এক আরোহীসহ দুজন নিহত হয়েছেন। 

রোববার রাত ১০টার দিকে উপজেলার চরগাজী ইউনিয়নের করলা মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী বাবুল গুরুতর আহত হয়ে বর্তমানে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রামগতি থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ইলিশভর্তি একটি পিকআপভ্যানের সঙ্গে ভাড়ায় চালিত একটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক মোঃ রায়হান (৩২) ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় মোটরসাইকেলের দুই যাত্রী আহত হন।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মো. বাবুল মাঝি (৪০) নামের এক যাত্রী মারা যান বলে জানান নিহতের আত্মীয় মো. জহির। 

নিহত মোটরসাইকেল চালক মোঃ রায়হান উপজেলার দক্ষিণ টুমচর গ্রামের হারিছ সর্দার এলাকার মো. মনির উদ্দিনের ছেলে এবং মো. বাবুল মাঝি একই এলাকার শাহে আলমের ছেলে। এছাড়া গুরুতর আহত মো. সোহেল মাঝি একই এলাকার মো. দুলালের ছেলে। 

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন, একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘাতক পিকআপভ্যানটি জব্দ করা হয়েছে, চালক এখনও পলাতক বলে জানান ওসি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি