ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

শাহজাদপুরে জলাশয় থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৯:২০, ৩০ মে ২০২২

সিরাজগঞ্জের শাহজাদপুর থানার বিন্নাদাইরে জলাশয় থেকে এক সবজি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সাদ্দাম প্রামানিক (২৫) উল্লাপাড়ার উপজেলার পুর্ব দেলুয়ার লতিফ প্রামানিকের ছেলে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান মৃতের পরিবারের বরাদ দিয়ে জানান, সোমবার ভোরে বাড়ি থেকে পাবনার উদ্দেশ্যে বের হন ব্যবসায়ী সাদ্দাম। এরপর বাড়ির লোকজন তার হদিস পাচ্ছিল না। স্থানীয়রা বিকেলের দিকে বগুড়া-নগরবাড়ি সড়কের শাহজাদপুর উপজেলার বিন্নাদাইর জলাশয়ে তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে তা উদ্ধার করে। লাশটি সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর চেষ্টা চলছে।

এই মৃত্যুর কারণটি রহস্যজনক বলে পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি