ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

মেহেন্দিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ২ বোনের মৃত্যু 

বরিশাল প্রতিনিধি 

প্রকাশিত : ০০:০১, ৩১ মে ২০২২

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে ২ বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মে) মেহেন্দিগঞ্জ উপজেলার চানপুর ইউনিয়নের চরশ্যামরা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন নাম লাবনী আক্তার (১৪) ও নাবিলা আক্তার (৪)। তারা ওই গ্রামের মো. আলী হোসেন মোল্লার মেয়ে। 

স্থানীয়রা জানান, সকাল সাড়ে আটটার দিকে নাশতা করার সময় টিনের বেড়ার সঙ্গে পিঠ লাগিয়ে বসলে দুই বোন বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা দুই বোনকে মৃত ঘোষণা করেন। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি