ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু, ছাত্রলীগ নেতা আহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৩:২২, ৩১ মে ২০২২

নিহত যুবক বিল্লাল খন্দকার

নিহত যুবক বিল্লাল খন্দকার

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বিল্লাল খন্দকার (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত নাসিরনগর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তমালকে (৩০) আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

সোমবার রাতে উপজেলা সদরের তিলপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বিল্লাল উপজেলা সদরের ইউসুফ মিয়ার ছেলে ও সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন। 

নিহতের পরিবারের সদস্যরা জানান, রাতে উপজেলা সদর থেকে নাসিরনগর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তমালকে সাথে নিয়ে বিল্লাল মোটরসাইকেলে তিলপাড়ায় যাচ্ছিলেন। যাওয়ার পথে মোটরসাইকেলটি একটি মোড় অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। 

স্থানীয়রা তাদেরকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসক তাদের জেলা সদর হাসপাতালে পাঠায়। সেখানে রাত পৌনে একটার দিকে বিল্লাল খন্দকারকে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত তমালকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

নাসিরনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আ. স. ম আতিকুর রহমান জানান, মরদেহের ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি