ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বরফ মিলের কর্মচারিকে কুপিয়ে হত্যা, বন্ধু আটক

রাজশাহী বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪০, ৩১ মে ২০২২

Ekushey Television Ltd.

রাজশাহী নগরীতে গভীর রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে বরফ মিলের কর্মচারি রাব্বিকে কুপিয়ে হত্যা করেছে তার বন্ধু ইমন। এ ঘটনায় ইমনকে আটক করেছে পুলিশ।

সোমবার রাত দুইটার দিকে নগরের কাশিয়াডাঙ্গা থানার চারখুটা মোড়ে এ ঘটনা ঘটে। 

নিহত রাব্বি (২৫) কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম নতুনপাড়া এলাকার মৃত কালুর ছেলে। রাব্বি স্থানীয় একটি বরফ মিলের কর্মচারি ছিলেন।

আটককৃতের ইমন (২৪) একই এলাকার মৃত ইব্রাহিম আলীর ছেলে। নিহত রাব্বির বন্ধু ইমন। ঘটনার সময় তিনিও আহত হন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

হাসপাতালে পুলিশ পাহারায় তিনি চিকিৎসাধীন রয়েছেন।

কাশিয়াডাঙ্গা থানার ওসি এসএম মাসুদ পারভেজ জানান, আর্থিক লেনদেন নিয়ে দুই বন্ধু রাব্বি ও ইমনের মধ্যে বিরোধ চলছিল। সোমবার দিবাগত রাত ২টার দিকে চারখুটার মোড়ে নির্মাণাধীন দশতলা ভবনের পাশে দুজনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইমন ধারালো অস্ত্র দিয়ে রাব্বিকে উপর্যুপরি কুপিয়ে জখম করে। 

এতে রাব্বি ঘটনাস্থলেই মারা যান। 

ওসি আরও বলেন, ঘটনার সময় ধস্তাধস্তিতে ইমনও গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে ইমনকে আটক করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আর রাব্বির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি