ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

১১ বছর পর শুভ হত্যার রায়, একজনের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৬, ৩১ মে ২০২২

সিরাজগঞ্জে শুভ হত্যা মামলায় মদন চন্দ্র ভৌমিককে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার (৩১ মে) অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ এরফান উল্লাহ এই আদেশ প্রদান করেন।

ঘটনার বিবারণে জানা যায়, ২০১০ সালের ১১ অক্টোবর বিকালে জেলার সলঙ্গা থানার সুকুমার চন্দ্র সরকারের ছেলে শুভকে আসামি মদন কুমার গাব পেড়ে দেয়ার কথা বলে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যা করে বাঁশঝাড়ে ফেলে রাখেন।

এরপর ভিকটিমের পিতা আসামি মদন কুমারসহ আরও দুজনকে আসামি করে মামলা করেন। ঘটনার পর থেকেই আসামি মদন কুমার পলাতক ছিলেন। 

১১ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামির অনুপস্থিতিতেই এই রায় ঘোষণা করেন।

প্রসিকিউশনের পক্ষে এপিপি জেবা রহমান ও আসামি পক্ষে অ্যাডভোকেট আব্দুল হামিদ তালুকদার মামলাটি পরিচালনা করেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি