ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

মোংলায় ৯ বস্তা শুঁটকিসহ যুবক গ্রেফতার

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩৬, ৩১ মে ২০২২

বাগেরহাটের মোংলার পূর্ব সুন্দরবন এলাকায় ৯ বস্তা শুঁটকিসহ আভিয়ার (৩৫) নামে এক যুবককে আটক করে বনবিভাগ। পরে তার বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মরাপশুর টহল ফাঁড়ির নন্দবালা এলাকা থেকে ৯ বস্তা শুঁটকিসহ এক ব্যক্তিকে আটক করেছে বনবিভাগ। তার বাড়ি মোং উপজেলায়। 

সোমবার (৩০ মে) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মরাপশুর এলাকা থেকে এই শুটকি মাছ জব্দ করা হয়। 

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বনরক্ষীরা অভিযান চালিয়ে করে ৯ বস্তায় চার মন শুটকি মাছসহ একটি ফাইবার জালি বোটসহ আভিয়ার নামে এক ব্যক্তিকে আটক করে।

আটককৃত আভিয়ারের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে বাগেরহাট জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। 

সুন্দরবনের বন্যপ্রাণী মৎস্য সম্পদ রক্ষায় তাদের এই সকল অভিযান অব্যাহত থাকবে বলে ডিএফও বেলায়েত জানান। 
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি