ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ২৩:০২, ৩১ মে ২০২২ | আপডেট: ২৩:১৫, ৩১ মে ২০২২

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে আনুমানিক ২৫ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে ঢাকা-চট্রগ্রাম রেলপথের নরসিংদী সদর উপজেলার পুরানপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক ইমায়েদুল জাহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, নরসিংদী শহরের বীরপুর এলাকা থেকে রেললাইনে হেটে পুরানপাড়ার দিকে যাচ্ছিলেন অজ্ঞাতনামা ওই নারী। এসময় অমনযোগী থাকায় ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের নীচে কাটাপড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। 

খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাড়ির পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করলেও তার পরিচয় শনাক্ত করতে পারেনি। তার পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি