ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

রাজবাড়ীতে ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের ৬ জন নিহত

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১১:০০, ১ জুন ২০২২ | আপডেট: ১২:২৯, ১ জুন ২০২২

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ট্রাক, ইজিবাইক ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই ইজিবাইকের যাত্রী এবং একই পরিবারের সদস্য। এতে আহত হয়েছেন আরও ৪-৫ জন।

বুধবার সকাল সোয়া ৯টার দিকে কালুখালী উপজেলার চাঁদপুর এলাকায় ফায়ার সার্ভিসের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। 

নিহতের মধ্যে তিনজন মহিলা, দুজন শিশু ও একজন পুরুষ। এরা সবাই একই পরিবারের সদস্য। 

আহতদের কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান। তিনি বলেন, দুর্ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর পথে আরও তিনজন মারা যান। পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। 

ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে।

এএইচ

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি