ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রাম বিমানবন্দরে ৩৪টি স্বর্ণের বারসহ যাত্রী আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৬, ১ জুন ২০২২ | আপডেট: ১২:৫৩, ১ জুন ২০২২

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এয়ার এরাবিয়ার এয়ারলাইন্সের এক যাত্রীর কাছ থেকে অবৈধ ৩৪টি স্বর্ণের বার ও স্বর্ণালংকার পাওয়ার অভিযোগে তাকে আটক করা হয়েছে।  

বুধবার (১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে দুবাই থেকে আসা সে যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণের বার ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়। 

আটক ওই যাত্রীর নাম সাইফুল ইসলাম। তার বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বলে জানা গেছে।

এ বিষয়ে শুল্ক গোয়েন্দার উপ কমিশনার একেএম সুলতান মাহমুদ জানিয়েছেন, শুল্ক গোয়েন্দার সংস্থার তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আসা এয়ার এরাবিয়ার ওই যাত্রীর কাছ থেকে স্বর্ণের বার ও স্বর্ণালংকার জব্দ করা হয়। 

এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
আরএমএ/ এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি