ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

এক বছরেও খোঁজ মিলেনি অপহৃত স্কুলছাত্রীর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১২:১৮, ১ জুন ২০২২

অভিযুক্ত আসামি রিফাত

অভিযুক্ত আসামি রিফাত

অপহরণের শিকার এক স্কুলছাত্রীর অসহায় মায়ের আহাজারিতে আকাশ-বাতাস যেন কাঁপছে। খাওয়া নেই, ঘুম নেই। এক বছর ধরে অপহৃত মেয়েকে খুঁজে খুঁজে পাগল প্রায় এই মা। বিচারের আশায় পথে পথে ঘুরেও কুলকিনারা পাচ্ছেন না তিনি। মেয়ে জীবিত আছে নাকি মৃত এই উৎকণ্ঠায় দিন কাটে তার।

গত বছরের ২০ জুন শহরের সাবেরা সোবহান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী সুমাইয়া সুলতানা অ্যাসাইম্যান্ট জমা দিতে বের হওয়ার পর অপহরণের শিকার হন। এ ঘটনায় থানায় মামলা দিতে গিয়ে বাঁধার মুখে পড়ে পরিবারটি। 

পরবর্তীতে শহরের রিফাত হাসানসহ চারজনকে আসামি করে আদালতে মামলা দায়ের করা হয়। মামলাটি বিজ্ঞ আদালত সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করে অপহরণের শিকার স্কুলছাত্রীকে উদ্ধারে পিবিআইকে নির্দেশ দেয়। 

দীর্ঘ সময়েও পিবিআই ভিকটিমকে উদ্ধার করতে না পেরে গত বছরের ২৩ নভেম্বর একজনকে আসামি করে প্রতিবেদন দাখিল করে। মামলার বাদী এতে আপত্তি জানিয়ে আদালতে অন্য আসামিদের মামলায় অর্ন্তভুক্ত করার দাবি জানান। 

পরে আদালত মামলাটি অধিক তদন্তের জন্য সিআইডি পুলিশের কাছে ন্যাস্ত করে। সেই সাথে সাত কার্য দিবসের মধ্যে অপহৃতকে উদ্ধার করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। কিন্তু আদালতের আদেশ অমান্য করে নানা টালবাহানা শুরু করেন তদন্তকারী কর্মকর্তা। এর মধ্যে তদন্তকারী কর্মকর্তার পরিবর্তনও হয়। 

এরপর চলে গেছে দীর্ঘ সময়। এখনও অপহৃত স্কুলছাত্রী জীবিত কিনা মৃত তাও জানাতে পারেনি পরিবার।

মামলার বাদী উম্মে হানি বলেন, “তদন্তকারী কর্মকর্তা আমাকে ডেকে এনে ঘটনার মিমাংসা করার প্রস্তাব দেন। তারা জানায় জীবিত থাকলে উদ্ধার করতে দুই বছর সময় লাগবে। একদিকে মেয়ে নিখোঁজ অন্যদিকে তদন্তকারী কর্মকর্তার চাপ, দিশেহারা হয়ে পড়েছি।” 

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পরিদর্শক মো: আকতার হোসেন বলেন, “ভিকটিমকে খুঁজে বের করার চেষ্টা করছি কিন্তু খুঁজে পাচ্ছি না। আসামিদের কোন মোবাইল নেই। আগে যে কললিস্ট ছিল তা বিশ্লেষণ করে সার্বিক প্রক্রিয়া চালানো হচ্ছে।”

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি