ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নোয়াখালীতে অশ্লীল ভিডিও ধারণ করে চাঁদা দাবি, গ্রেপ্তার ১

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৯, ১ জুন ২০২২

নোয়াখালীর সদর উপজেলার এক নারীকে প্রলোভনে ফেলে অশ্লীল ভিডিও ধারণ ও চাঁদা দাবির অভিযোগে আবদুল কাদের কবির (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে ৩টি মোবাইল ও নগদ ১৩ হাজার টাকা জব্দ করা হয়। 

বুধবার সকালে গ্রেপ্তারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আবদুল কাদের কবির কাদির হানিফ ইউনিয়নের আলী বাহারের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আবদুল কাদের কবির দীর্ঘদিন ধরে ওই নারীকে বিয়ের প্রলোভন ও তার ভাইকে চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন সময় মোট ১১ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেয়। এরই মধ্যে সে মোবাইলে ওই নারীর অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করেন। 

কাদের একজন প্রতারক বুঝতে ফেরে দেওয়া টাকাগুলো ফেরত চান ওই নারী। এসময় কাদের তার মোবাইলে থাকা অশ্লীল ভিডিওগুলো সামাজিক যোগাযোগের মাধ্যমে ছেড়ে দিবে বলে হুমকি দিয়ে আরও টাকা দাবি করেন।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ভুক্তভোগি নারী গত ২২ মে এ ঘটনায় পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ প্রদান করেন। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়ার পর মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে আবদুল কাদের কবিরকে গ্রেপ্তার করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি