ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

স্ত্রীর সাবেক স্বামীর হাতে যুবক খুন

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৫, ১ জুন ২০২২

Ekushey Television Ltd.

নাটোরে স্ত্রীর সাবেক স্বামীর ছুরিকাঘাতে রাকিব হোসেন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। 

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নাটোর রেলওয়ে স্টেশন প্লাটফরমের ওভার ব্রীজের ওপর এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। নিহত রাকিব হোসেন শহরের চকবৈদ্যনাথ এলাকার মৃত জালাল হোসেনের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী এক যুবক রাকিব হোসেনকে ডেকে রেলওয়ে স্টেশন প্লাটফরমের ওভার ব্রীজের ওপর নিয়ে যায়। এসময় স্ত্রীর সাবেক স্বামী রাসেল হোসেন ওরফে কাটা রাসেল ধারালো ছুরি দিয়ে রাকিবের বুকের ডান ও বাম পাশে আঘাত করেন। রাকিবের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। 

পরে স্থানীয়রা আহত অবস্থায় রাকিবকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন।

নাটোর রেলওয়ে স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী জানান, ওভার ব্রীজ থেকে চিৎকার শুনতে পেয়ে কিছু মানুষ সেদিকে দৌড়ে যায়। ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখেন তারা।

নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোহসিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানান তিনি।  

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি