ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গায় ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৪, ১ জুন ২০২২ | আপডেট: ১৭:০৩, ১ জুন ২০২২

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গায় ছাদ থেকে পড়ে রুবিয়া খাতুন (৬২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে সকাল ৮টার দিকে সদর উপজেলার দোস্ত গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবিয়া খাতুন ওই গ্রামের ফজলু মিয়ার স্ত্রী। 

স্থানীয়রা জানান, সকালে বাড়ির ছাদে ধান শুকাচ্ছিলেন রুবিয়া খাতুন। এসময় অসাবধানতাবসত ছাদ থেকে নিচে পড়ে যান তিনি। এতে গুরুতর আহত হন রুবিয়া। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন পরিবারের সদস্যরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর জানান, এঘটনায় দর্শনা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি