ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কুয়াকাটায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কুয়াকাটা প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫২, ১ জুন ২০২২

কুয়াকাটায় মাছ শিকার করে বাড়ি ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম আলমগীর (৪৪)। বুধবার দুপুরের দিকে কুয়াকাটা পৌরসভার পার্শ্ববর্তী ইউনিয়ন লতাচাপলীর খাজুরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পেশায় দিনমজুর আলগমীর ওই এলাকার মৃত মন্নান মুন্সীর ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, বাড়ির পার্শ্ববর্তী খালে মাছ শিকার শেষে আলমগীর ঘরে ফিরছিল। এসময় প্রতিবেশির বৈদ্যুতিক পার্শ্ব সংযোগের ছেড়া তারে জড়িয়ে তাৎক্ষণিক তাঁর হাত-পা ঝলসে গিয়ে সেখানে লুটিয়ে পড়েন। পরে আশেপাশের লোকজনের নজরে এলে উদ্ধার করে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

কুয়াকাটা ২০ শষ্যা বিশিষ্ট হাসপাতালের কর্তব্যরত ডাঃ মুনসাদ শাহীন পুনম বলেন, দেখে মনে হচ্ছে বিদ্যুৎস্পৃষ্টে হওয়ার সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়। তাই রোগীকে কোনো চিকিৎসা দেয়া যায়নি।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি