চাল মজুদ করায় ঠাকুরগাঁওয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা
প্রকাশিত : ২১:৪৯, ১ জুন ২০২২
অতিরিক্ত চাল মজুদ করার অভিযোগ বুধবার ঠাকুরগাঁওয়ের তিনজন ব্যবসায়ীকে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
দুপুরে শহরের কালীবাড়ি বাজার ও সদর উপজেলার শিবগঞ্জে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তর।
এসময় কালিবাড়ি বাজারের দুইজন ও শিবগঞ্জ বাজারের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে অতিরিক্ত চাল মজুদ করার দায়ে মোট ৩০ হাজার টাকা জরিমান করা হয়।
জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ সাদী এ জরিমানা করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা খাদ্য পরিদর্শক বিশ্বজিৎ সাহাসহ অন্যান্য কর্মকর্তাগণ।
জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ সাদী জানান, চালের বাজার নিয়ন্ত্রনে অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রয় বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে। যারা নিয়ম মানবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএম/
আরও পড়ুন