ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কবিরহাটে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ২৩:০৩, ১ জুন ২০২২

নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের পদুয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে রাইসা আক্তার (৩) ও মো. সায়মুন (২) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই বোন। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার বিকেলে সোয়া ৫টার দিকে পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রশিদের বাপের বাড়ির পুকুর থেকে শিশু দুটির মৃতদেহ উদ্ধার করে পরিবারের লোকজন। নিহতরা হচ্ছেন, ওই বাড়ির মো. সোহেলের মেয়ে রাইসা আক্তার ও এবায়েদ উল্যার ছেলে মো. সায়মুন।

নিহতদের স্বজন আলা উদ্দিন রুবেল বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতিদিনের ন্যায় দুপুরে খাবার পর অন্য শিশুদের সাথে নিজেদের বাড়ির আঙ্গিনায় খেলা করছিল রাইসা ও সায়মুন। বিকেলের কোন একসময় পরিবার ও বাড়ির লোকজনের অজান্তে ঘরের পাশ্ববর্তী পুকুরে পড়ে ডুবে যায় তারা। দীর্ঘসময় তাদের দু’জনকে দেখতে না পেয়ে খোঁজ করতে থাকে পরিবারের লোকজন। এর একপর্যায়ে বিকেল সোয়া ৫টার দিকে বাড়ির পুকুরের মধ্যে তাদের ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কেআই// 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি