ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ধানের দাম বৃদ্ধির যৌক্তিক কোন কারণ নেই: কৃষিমন্ত্রী

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১০:০৭, ২ জুন ২০২২ | আপডেট: ১০:১১, ২ জুন ২০২২

কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, এখন ধানের দাম বৃদ্ধির যৌক্তিক কোন কারণ নেই। চলতি মৌসুমে দেশে পর্যাপ্ত ধানের উৎপাদন হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে গমের মূল্য বৃদ্ধির প্রভাবে দেশের ব্যবসায়ীরা ধান মজুদ করছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে মজুদদারীদের বিরুদ্ধে অভিযান শুরু করা হয়েছে।

বুধবার (১ জুন) রাতে নাটোরে গণমাধ্যম কর্মীদের কাছে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।

ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেন, “সরকার কৃষিকে বাণিজ্যিকিকরণ করতে চায়। কৃষির উৎপাদন যেন কৃষকের শুধুমাত্র খাদ্য চাহিদা পূরণের সহায়ক না হয়ে কৃষি যেন অর্থকরি ফসলে পরিণত হয়। জীবন ও জীবিকার উৎস হিসেবে কাজ করে কৃষি।”

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর-২ (নাটোর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ (লালপুর ও বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান প্রমুখ।

কৃষিমন্ত্রী একডালা এলাকায় প্রাণ এগ্রো লিমিটেডের কারখানা পরিদর্শন করেন। পরে কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের উৎপাদন ও অগ্রগতি, কর্মসংস্থান, রপ্তানী ইত্যাদি বিষয়ে প্রাতিষ্ঠানিক তথ্য কৃষিমন্ত্রীকে অবহিত করেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি