ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, যুবক আটক

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৩২, ২ জুন ২০২২

নাটোরের সিংড়ায় বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. সুমন আলী (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (১ জুন) রাতে সিংড়া থানায় ভূক্তভোগী স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে এ মামলা করেন। পুলিশ পরিদর্শক মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, সিংড়া উপজেলার শ্রীরামপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে সুমন আলী (২৫) স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণীর ছাত্রীর সঙ্গে দীর্ঘদিন যাবৎ প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয় সে। 

সম্প্রতি সেই স্কুলছাত্রী তাকে বিয়ের জন্য চাপ দিলে এতে অস্বীকৃতি জানায় সুমন। বিষয়টি পরিবারকে জানালে বুধবার রাতে মামলা করেন ভূক্তভোগীর বাবা।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় যুবককে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। আর ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

আরএমএ/এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি