ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

পাবনায় বাস উল্টে দুই নারী নিহত, আহত ১৫

পাবনা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০২, ২ জুন ২০২২

পাবনা-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। বাসচালক মোবাইল ফোনে কথা বলতে থাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন আহত যাত্রীরা।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার মধুপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাবনার সুজানগরের সুলতানা খাতুন (২৭) ও আতাইকুলার মোর্শেদা বেগম (৭০)। 

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে পাবনায় যাচ্ছিল মুহাম্মদ এক্সপ্রেস (ঢাকা মেট্রো-ব ১৪-০৬৯৪) নামের একটি যাত্রীবাহী বাস। পথিমধ্যে পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলার মধুপুর গোরস্থানের কাছে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে খাদে উল্টে যায়। 

এ সময় ঘটনাস্থলেই দুই নারী নিহত হন। গুরুতর আহত অন্তত ১৫ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।

খবর পেয়ে মাধপুর হাইওয়ে পুলিশ দু'জনের মরদেহ উদ্ধার করেছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি