ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মাছবাহী পিকআপের নিয়ন্ত্রণ হারিয়ে ২ জেলে নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৯, ২ জুন ২০২২

Ekushey Television Ltd.

লক্ষ্মীপুরের রামগতিতে মাছভর্তি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গেলে ২ জেলে নিহত এবং ৪ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে উপজেলার চরপোড়াগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রামগতি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেন জানান, জেলেরা মাছভর্তি পিকআপ নিয়ে রামগতি থেকে নোয়াখালী যাওয়ার পথে চরপোড়াগাছা ইউনিয়নের আজাদ নগর এলাকায় রাস্তার মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাহিরে পড়ে যায়। 

এতে ঘটনাস্থলে বিল্লাল (৪০) ও নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে গিয়াস (38) মারা যান। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। 

নিহত বেলাল উপজেলার চরকলাকোপা গ্রামের আবুল কালামের ছেলে ও গিয়াস একই গ্রামের এনামুল হকের ছেলে। তারা পেশায় জেলে। 

পুলিশ পিকআপ ভ্যানটি উদ্ধার করেছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি